মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে ব্যবস্থা নিতে রাশিয়াকে দেওয়া সময়সীমা ১০ দিনে নামিয়ে এনে বলেছেন, এর মধ্যে কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর শুল্ক আরোপ শুরু করবে, পাশাপাশি অন্যান্য পদক্ষেপও নেবে। গত মঙ্গলবার তিনি তার আগের ৫০ দিনের আলটিমেটাম ছেঁটে ১০ দিনে নিয়ে আসেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিপাবলিকান এ প্রেসিডেন্ট আগের দিন সোমবারই বলেছিলেন, তিনি প্রাথমিকভাবে যে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, তা কমিয়ে ১০–১২ দিনে নিয়ে আসবেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার কাছ থেকে তিনি এখনও কোনো প্রতিক্রিয়া পাননি। খবর বিডিনিউজের। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় তেলের বাজারে প্রভাব বা দাম নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন; তেমন কিছু হলে দেশীয় তেল উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামলানোরও আশ্বাস দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি জানি না এটা রাশিয়ার ওপর প্রভাব ফেলবে কিনা, কারণ (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) যে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন তা স্পষ্ট। কিন্তু আমরা শুল্ক এবং অন্যান্য যা যা ব্যবস্থা নেওয়া যায়, নেবো। মার্কিন এ প্রেসিডেন্ট কিছুদিন আগেও বারবার বলতেন, তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক বেশ চমৎকার। তবে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি না হওয়া মস্কোর ওপর সামপ্রতিক সময়ে তাকে বেশ হতাশই দেখা যাচ্ছে। নতুন সময়সীমা বেঁধে দেওয়ার মানে হচ্ছে, ট্রাম্প তার নিষেধাজ্ঞার হুমকি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছেন, যদিও অতীতে তাকে এমন পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। যুক্তরাষ্ট্রের এমন হুমকি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন পুতিনঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প যে ‘আলটিমেটামের খেলা’ খেলছেন, তা এমন এক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে।