যুদ্ধ থামাতে হবে, পুতিনকে বললেন রামাফোসা

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ থামাতেই হবে। আফ্রিকার ৭ দেশের নেতাদের সমন্বয়ে গঠিত এক শান্তি মিশনের অংশ হিসেবে রামাফোসা ও অন্যরা শনিবার সেইন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করেন, সেখানেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তার রুশ কাউন্টারপার্টকে একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। আগের দিনই আফ্রিকার এই নেতারা ইউক্রেনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। জেলেনস্কি তাদের বলেছিলেন, ইউক্রেনের ভূখণ্ডে যতক্ষণ রুশ সেনা থাকবে, ততক্ষণ তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন না। খবর বিডিনিউজের।

শনিবার পুতিন আফ্রিকান মিশনকে বলেছেন, কিইভ বরাবরই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। রুশ প্রেসিডেন্ট এদিন আফ্রিকান নেতাদেরকে গত বছরের মার্চে তুরস্কের মধ্যস্থতায় মস্কোকিয়েভ আলোচনায় ইউক্রেনের উদ্যোগে হওয়া খসড়া চুক্তির কপি এবং সেখানে ইউক্রেনের মধ্যস্থতাকারী দলের প্রধানের স্বাক্ষরও দেখান বলে জানিয়েছে তাস। আলোচনায় আগ্রহ জানাতেই রাশিয়া কিয়েভ ও এর আশপাশ থেকে সৈন্য সরিয়ে নিয়েছিল বলেও জানান তিনি। সেইন্ট পিটার্সবার্গের ওই বৈঠকে রামাফোসা উভয় পক্ষের মধ্যে বন্দিবিনিময় চালু রাখার আহ্বান জানান এবং রাশিয়া ইউক্রেন থেকে যে শিশুদের সরিয়ে নিয়েছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অনুরোধ করেন। এসময় পুতিন তাকে থামিয়ে বলেন, রাশিয়া মূলত শিশুদের সুরক্ষিত অবস্থায় রেখেছে। শিশুরা পবিত্র। আমরা তাদেরকে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নিয়েছি, তাদের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা দিয়েছি, বলেছেন তিনি। রামাফোসা রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনে যুদ্ধের প্রভাবে আফ্রিকার যে ক্ষতি হচ্ছে, সেকথা বিবেচনা করতে বলেন এবং কূটনীতির মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়াই উড়িয়েছে খেরসনের বাঁধ : নিউ ইয়র্ক টাইমস
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ফের খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু