যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা আলিনা কাবায়েভার কাছে অনুরোধ করেছেন তার বান্ধবীরা। আলিনাকে যুদ্ধ থামাতে মস্কো যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তাদের চাওয়া, আলিনা যেন প্রেমিক পুতিনের মন গলিয়ে যুদ্ধ থামিয়ে দেন।
সমপ্রতি ইউক্রেন যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ায় তোপের মুখে পড়েন সাবেক জিমন্যাস্ট আলিনা। চেঞ্জ ডট অর্গ নামে একটি ওয়েবসাইটে আলিনাকে সুইজারল্যান্ড থেকে তাড়াতে একটি পিটিশন দাখিল করা হয়েছে, যাতে এ পর্যন্ত ৫০ হাজার সই পড়েছে। ওই পিটিশনে কঠোর ভাষায় বলা হয়েছে, বর্তমানে যুদ্ধ সত্ত্বেও সুইজারল্যান্ড পুতিনের শাসনামলের একজন সহযোগীকে আশ্রয় দিয়ে চলেছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে আলিনাকে সুইজারল্যান্ড পাঠানো হয়েছে, এমন খবর সামনে আসার পর ওই পিটিশন দাখিল করা হয়। অবশ্য পুতিন আনুষ্ঠানিকভাবে আলিনাকে নিজের প্রেমিকা হিসেবে স্বীকৃতি না দিলেও দ্য গার্ডিয়ানের মতো বেশকিছু গণমাধ্যম তাকে রুশ প্রেসিডেন্টের প্রেমিকা দাবি করে থাকে।