যুদ্ধ এবার বন্ধ করো
শান্তি আসুক ধরায়।
যুদ্ধ তাপে দেশ পুড়িবে
মরবো নাহয় খরায়।
চারিদিকে যুদ্ধ কেবল
নরক বসুন্ধরা।
ধ্বংসযজ্ঞ চলছে শুধু
মানুষ আধা মরা।
অস্থির হচ্ছে সারাবিশ্ব
অস্থির মহা শাসক।
কে বলিবে, ‘যুদ্ধ থামাও‘
কোথায় ধর্ম যাজক?
এমন হলে ধরায় থাকবে
মানব রক্ত ধারা।
যুদ্ধবাজরা ঢাক বাজাবে
হবে পাগলপারা।
আসুন সবাই বাক্যে বসি
হাতে মিলায় হাত।
আসবে আলো বাঁচবে ধরা
কাটবে তিমির রাত।