যুদ্ধে শহীদ ছেলে

শওকত আলী সুজন | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বছর ঘুরে বিজয় দিবস

এলো রে আবার,

যুদ্ধে শহীদ ছেলের কথা

পড়ছে মনে বাবার।

প্রিয় ছেলে যুদ্ধে গিয়ে

এলো না আর ফিরে,

বাবার কতো স্বপ্ন ছিলো

সেই ছেলেকে ঘিরে।

এইভাবে তো শহীদ হলো

লক্ষ বাবার ছেলে,

তাঁদের এমন আত্মত্যাগে

স্বাধীনতা মেলে।

পূর্ববর্তী নিবন্ধএই ঋণ শোধ হবে না
পরবর্তী নিবন্ধমুক্তি যুদ্ধের গর্ব