যুদ্ধে বাস্তুচ্যুত গাজাবাসী এখন শীতের সঙ্গে লড়ছে

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ঠিক এই সময়টা গাজার সমুদ্র সৈকতে দিনের বেলায় ভ্রমণের মত পরিস্থিতি নেই। কিন্তু তারপরও প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে এখন উপকূলেই বাস করতে হচ্ছে। এই শীতকালে সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস কতটা কঠিন সেটা হয়ত আমাদের উপলব্ধির বাইরে। কিন্তু গাজায় জীবন বাঁচাতে গোলাবারুদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা মানুষদের জন্য এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে শীত। ঠান্ডার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। খবর বিডিনিউজের।

বাস্তুচ্যুত হাজারও মানুষ প্রাণ বাঁচাতে সমুদ্র তীরবর্তী এলাকায় বসতি গাড়লেও ঠাণ্ডা তাদের কাবু করে ফেলছে। কারণ, নড়বড়ে তাঁবুর ঘর শীত ঠেকানোর জন্য যথেষ্ট নয়। একটা ঘরের জন্য প্রয়োজনীয় বিছানা, তোষক, বালিশ এমনকি খাবারও তারা নিয়ে এসেছিল। কিন্তু এখন কিছুই অবশিষ্ট নেই। সমুদ্রের ঢেউ সবই কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন, দেইর আলবালাহের মোহাম্মদ আলহালাবি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৩৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএরদোয়ানের বক্তব্যে বিঘ্ন ঘটানোয় কারাগারে ৯ বিক্ষোভকারী