যুদ্ধে গেলো ভাইটি আমার

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

যুদ্ধে গেলো ভাইটি আমার

জীবন রেখে বাজি

রেখেছিলাম ভাইকে বরণ

করতে ফুলের সাজি।

ফুলের সাজি শুকিয়ে গেলো

আসলো না ভাই ফিরে

শোকের আঁধার নামলো আমার

মায়ের বুকটা ঘিরে।

যুদ্ধ শেষে ঘর ফেরেনি

হাজার মায়ের ছেলে

তাদের প্রাণের বিনিময়ে

স্বাধীনতা মেলে।

স্বাধীনতার ফুল ছড়ালো

সুবাস ঘরে ঘরে

দুখিনী মার চোখে আজও

কান্না অঝোর ঝরে।

পূর্ববর্তী নিবন্ধমহান বিজয় দিবস
পরবর্তী নিবন্ধখোকার রক্ত দামে