যুদ্ধের সুযোগে ধনিক শ্রেণি মুনাফার মহোৎসবে নেমেছে

টিইউসির চৌধুরী হারুনর রশীদ স্মারক বক্তৃতা

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিষ্ঠাতা সভাপতি, চৌধুরী হারুনর রশীদের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে স্মরণসভা ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও ২য় পর্বে স্মারক বক্তৃতা প্রদান করেন ঢাবি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ।
টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্তের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, চৌধুরী হারুনর রশীদ ছিলেন এদেশের মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু, উচ্চমান সম্পন্ন সমাজ সচেতন একজন জননেতা। তাঁর মত আদর্শবান ত্যাগী নেতার জীবনকে অনুসরণ করে মেহনতি মানুষকে সংগঠিত হতে হবে।
২য় পর্বে বাংলাদেশের শ্রমিক শ্রেণী সুবর্ণজয়ন্তীতে কেমন দিন কাটাচ্ছেন- স্মারক বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ বলেন-করোনার সংক্রমণ, রুশ-ইউক্রেন যুদ্ধের সুযোগে এদেশের লুটেরা ধনিক শ্রেণী মুনাফার মহোৎসবে নেমেছে, তারা ব্যাংক ঋণ খেলাপি করছে, বিদেশে টাকা পাচার করছে। বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টি করেছে। ব্যবসায়ী শিল্পপতি, মুনাফাখোর ট্রেডিং ব্যবসায়ী আর্ন্তজাতিক কর্পোরেট পুঁজির এক অঘোষিত অসাধু আতাঁত দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। মেহেনতি মানুষের জীবন-ধারণ দুঃসাধ্য হয়ে পড়েছে। দেশের উৎপাদনের গতি, রপ্তানি, রেমিটেন্স আয় স্লথ হয়ে পড়েছে। এসব হচ্ছে অসাধু ব্যবসায়ীদের সীমাহীন মুনাফা- লালসার ফল, তার ফলভোগী হচ্ছে এদেশের সাড়ে ছয় কোটি মেহনতি মানুষ। তারা চাকুরি হারাচ্ছে। দ্রব্যমূল্যের সাথে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে কিছু লোক মুনাফার পাহাড় গড়ে বিদেশে পুঁজি পাচার করলেও সিংহভাগ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জন্য জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও রেশন প্রথা চালু করার জন্য টিইউসি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত বলে তিনি মন্তব্য করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, টিইউসি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি আহসান উল্ল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্ল্যাহ, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, ইফতেখার কামাল খান, মীর মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আব্দুর রহিম, তফাজ্জল হক প্রধান, ফিরোজ আলম, আশরাফুল ইসলাম, প্রদীপ দাশ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশ বানচালে ‘পুলিশ লাগিয়ে দিচ্ছে’ : ফখরুল
পরবর্তী নিবন্ধসিলেটে বিএনপি’র গণসমাবেশ ঘিরে বাস-ইন্টারনেট বন্ধ