যুদ্ধাহতদের চিকিৎসাসেবা দিয়েছেন ডা. নুরুন নাহার জহুর

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সহধর্মিণী, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ডা. নুরুন নাহার জহুরের ৩৪তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি। সভায় বক্তারা বলেন, ডা. নুরুন নাহার জহুর ছিলেন সমাজের একজন আলোকিত নারী। তিনি আজীবন মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের বিভিন্ন ক্যাম্পে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। আরো বক্তব্য দেন ডা. নুরুন নাহার জহুরের পুত্র শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সদস্য জয়নুদ্দিন জয়, শফিকুল মুনির, নঈম উদ্দিন খান, সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ বাড়ায় ‘লকডাউনে’ ফিরছে ভারতের নাগপুর
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ উড়িরচরে ভূমিহীন পরিবার বাছাইয়ে ৩য় ধাপের শুনানি ২৩ মার্চ