যুদ্ধাপরাধ : নেতানিয়াহু, হামাস নেতাকে গ্রেপ্তারে আইসিসিতে আবেদন

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি। গতকাল সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধান কৌঁসুলি করিম এ এ খানের একটি বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলি ভূখণ্ডে গত আট মাস ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনা হয়েছে। খবর বিডিনিউজের।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রিট্রাইল চেম্বার ১এ আবেদন করেছেন করিম খান। তিনি বলেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে। বিবিসি জানিয়েছে, গত তিন বছরে অধিকৃত অঞ্চলে (ফিলিস্তিন) ইসরায়েলের কর্মকাণ্ড (নৃশংসতা) এবং অতি সমপ্রতি সেখানে হামাসের কর্মকাণ্ডেরও তদন্ত করছে হেগভিত্তিক আইসিসি। নেতানিয়াহু সমপ্রতি আভাস দিয়েছিলেন, জুলুমনির্যাতনের ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় ইসরায়েলের শীর্ষ নেতাদের যুক্ত করা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি
পরবর্তী নিবন্ধইরানি প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি বাদশার অসুস্থতায় বেড়েছে তেলের দাম