যুদ্ধবিরতি হলে মুক্তি পেতে পারে হামাসের হাতে বন্দি ৩৪ জিম্মি

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য একটি যুদ্ধবিরতি চুক্তি হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রথম পর্যায়ে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে পারে, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি এমনটিই জানিয়েছে। বিবিসি জানিয়েছে, হামাসের একজন জ্যেষ্ঠ নেতা তাদের সঙ্গে ৩৪ জিম্মির একটি তালিকা শেয়ার করেছেন আর তাদেরই মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে হামাস। খবর বিডিনিউজের।

হামাসের হাতে বন্দি কতোজন জিম্মি এখনও জীবিত আছেন তা পরিষ্কার হয়নি। তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন বয়স্ক পুরুষ আর তাদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। এর পাশাপাশি শিশুদের নামও দেওয়া হয়েছে যারা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে বলে এর আগে হামাস জানিয়েছিল।

হামাস জানিয়েছে, তালিকায় বেশ কয়েকজন অসুস্থ জিম্মির নামও আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাস ইসরায়েলকে জিম্মিদের কোনো তালিকা দেয়নি। কাতারের রাজধানী দোহায় রোববার গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে, তবে এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়েছে বলে আভাস পাওয়া যায়নি।

হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো নিয়ে সমঝোতা নির্ভর করছে গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি অথবা যুদ্ধের শেষ হওয়া নিয়ে চুক্তির ওপর। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, যাইহোক, এখনও পর্যন্ত, যুদ্ধবিরতি ও প্রত্যাহার নিয়ে দখলদারটি একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে আর এক পা অগ্রসরও হয়নি।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
পরবর্তী নিবন্ধকয়েকদিন সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় দুই শতাধিক রোহিঙ্গা