যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রহসনের নির্বাচন

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

মিয়ানমারে রোববার যে সাধারণ নির্বাচন শুরু হচ্ছে, সেটিকে প্রহসন হিসেবেই দেখছে দেশটির বিরোধী শিবির ও পশ্চিমা বিশ্ব। খবর বিডিনিউজের।

বিবিসি লিখেছে, একদিকে প্রধান রাজনৈতিক দলগুলো ভেঙে দেওয়া হয়েছে, বহু নেতাকে কারাগারে পাঠানো হয়েছে, অন্যদিকে চলমান গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষই ভোট দিতে পারবে না। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর সামরিক সরকার ধাপে ধাপে এ নির্বাচন করছে। ওই অভ্যুত্থানের কারণে ব্যাপক বিরোধিতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তা গৃহযুদ্ধের রূপ পায়।

পর্যবেক্ষকদের ভাষ্য, অচলাবস্থা থেকে বেরোনোর পথ খোঁজা চীনের সমর্থনপুষ্ট জান্তা সরকার নিজেদের বৈধতা তৈরি করে ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে চাইছে। ভোটে বাধা দেওয়া বা বিরোধিতা করার অভিযোগে নতুন একটি আইনের আওতায় ২০০ জনেরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। এই আইনে দণ্ডিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মাইক টি, অভিনেতা কিয়াও উইন হ্‌টাট এবং কৌতুক অভিনেতা ওন ডেইং।

জুলাই মাসে প্রণীত এ আইনের আওতায় তাদের সাত বছর করে কারাদণ্ড হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের প্রচারমূলক একটি চলচ্চিত্রের সমালোচনা করেছিলেন তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার তুর্ক বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়া বা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেখানোর কোনো পরিবেশ নেই। তুর্ক মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষ সব দিক থেকেই চাপের মধ্যে রয়েছে। ভোট বর্জনের জন্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো লোকজনকে হুমকি দিচ্ছে বলেও তিনি তথ্য দেন।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়লে চীনকে সমর্থন দেবে রাশিয়া
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী শীলানন্দ মহাস্থবিরের জন্মজয়ন্তী