যুদ্ধজাহাজে চীনের সঙ্গে তাল মেলাতে পারছে না যুক্তরাষ্ট্র

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে বিভিন্ন সাগরমহাসাগরে নিজেদের শক্তি দেখাতে তৎপর চীনের নৌবাহিনী বড় নৌবহর ও বৃহত্তর জাহাজ নির্মাণ সক্ষমতায় তাদের মার্কিন প্রতিদ্বন্ধীর তুলনায় অনেক এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তৃতায় মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেল তোরো বলেছেন,‘চীন ধারাবাহিকভাবে দক্ষিণ চীন সাগর ও অন্যত্র আমাদের মিত্রসহ বিভিন্ন দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব লংঘনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রকেও তার বহরের আধুনিকায়ন করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের এখন বড় নৌবহর, সেজন্য তারা সেগুলো বিশ্বব্যাপী মোতায়েন করছে। আমাদেরও বড় নৌবাহিনী দরকার, ভবিষ্যতে আমাদের আরও জাহাজ দরকার হবে, বিশেষ করে হুমকি মোকাবেলায় ভবিষ্যতে আমাদের আরো আধুনিক জাহাজ লাগবে। খবর বিডিনিউজের।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) আসছে বছরগুলোতে তার যুদ্ধজাহাজের সংখ্যা এখনকার ৩৪০ থেকে বাড়িয়ে ৪০০তে উন্নীত করতে পারে বলেও দেল তোরো আশঙ্কা প্রকাশ করেছেন জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের বহরে এখন যুদ্ধজাহাজের সংখ্যা তিনশর নিচে। গত গ্রীষ্মে প্রকাশিত মার্কিন নেভির নেভিগেশন প্ল্যান ২০২২ অনুযায়ী, পেন্টাগনের লক্ষ্য হচ্ছে ২০৪৫ সালের মধ্যে সাড়ে তিনশ মনুষ্যবাহী যুদ্ধজাহাজ হাতে পাওয়া, যা ওই সময়ে চীনের বহরে থাকা জাহাজের তুলনায় অনেক কম থাকবে। ২০৪৫ সালের লক্ষ্যে পৌঁছানোর আগে পুরনো অনেক নৌযান ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরের আকার আরও সংকুচিত হবে বলে গত নভেম্বরে দেওয়া মার্কিন কংগ্রেসনাল বাজেট দপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেলারুশ নিয়ে ভয়াবহ পরিকল্পনা পুতিনের
পরবর্তী নিবন্ধন্যাটোর প্রশংসা বাইডেনের যুদ্ধের জন্য পশ্চিমকে দায় পুতিনের