তিন বছর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়া যত ড্রোন হামলা চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলায় কিইভ অঞ্চলে এক নারী নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হওয়ার পর থেকে মস্কোর হামলার তীব্রতা বেড়েছে। তার মধ্যে রোববার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত কিইভ অঞ্চলের মূল এলাকাগুলো এবং পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রভস্ক ও দোনেৎস্ক লক্ষ্য করে মস্কো ২৭৩টি ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের বিমান বাহিনী।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। এর আগে, যুদ্ধের তিন বছর পূর্তির প্রাক্কালে এ বছরের ২৩ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে ২৬৭টি ড্রোন ছিল, রোববারের আগে সেটিই ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
তিন বছর পর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বলার মতো কিছু অর্জিত হয়নি। কিইভ ও এর মিত্ররা রাশিয়াকে একটি যুদ্ধবিরতিতে রাজি করাতে চেষ্টা করে যাচ্ছে। মস্কো বলেছে, যুদ্ধবিরতি হতে হলে ইউক্রেইনকে আগে রাশিয়ার দাবি করা অঞ্চলগুলো থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। শুক্রবারের ১০০ মিনিটের আলাপে দুই পক্ষ কেবল একে অপরের সঙ্গে এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।