যুগে যুগে আল্লাহর অলিরা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে যাচ্ছেন

আব্দুল মালেক শাহের ওরশে বক্তারা

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আব্দুল মালেক শাহ রাহে ভান্ডারীর খেলাফত প্রাপ্তি দিবস উদযাপন উপলক্ষে ওরশে হায়াতী গত সোমবার বোয়ালখালীস্থ কুধরখীলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। সকালে কোরান খতম, কিয়াম, যিকিরের মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ মাগরিব দরবারে আগত ভক্ত মুরিদদের উদ্দেশ্যে তকরীরর পেশ করেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.)

তিনি বলেন, যুগে যুগে আল্লাহর অলিগণ তাঁদের বেলায়তি আধ্যাত্মিক শক্তি দ্বারা মানুষকে পথভ্রষ্টতা, নাস্তিকতা, বাতুলতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করেছেন। এরকম এক মহান ব্যক্তিত্ব আজাদে মুজাদ্দেদে জমান হযরত আব্দুল মালেক শাহ (রহ.)। তাঁর রাসুল (.) প্রেম, সততা, নিষ্ঠা ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে মিল্লাত, মাজহাব ও ত্বরিকতের শিক্ষায় বহু মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। এবার ওরশে সুদূর ইংল্যান্ড থেকে তশরীফ আনেন মাহফিলের প্রধান অতিথি তাহরিকে আজমতে আল ওয়া আসহাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ্‌ সাইয়্যিদ মুহাম্মাদ ইরফান আলমাশহাদী। ওরশে বন্দর নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও রাজধানী ঢাকাসহ বাংলাদেশের নানা স্থান থেকে নেতৃবৃন্দ জুলুস করে করে দরবারে প্রবেশ করেন। পরে মাইজাভান্ডারীর রীতিতে ছেমা মাহফিল ও আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের পাওনা মেটাতে নবজাতককে দত্তক, ছেলেকে ফেরত চান মা
পরবর্তী নিবন্ধক্ষুদে বিজ্ঞানীদের নানা প্রকল্প