যুগের পরিবর্তনে নারীর অগ্রযাত্রা

হামিদা খাতুন পান্না | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

নারীরা পুরোপুরি বিধ্বস্ত হয়েও নিজেকে খুব পরিপাটি ভাবে উপস্থাপন করতে পারে! সৃষ্টিকর্তা তাদের এক দৈবিক শক্তি দিয়েছেনযে শক্তির জোরে মনের মধ্যে ভূমিকম্প চেপেও তারা হাসতে পারে! আর বোকা মানুষ ভাবে নারীদের মন নেই তাদের মনে দুঃখ নেইনারীরা সব ভুলে যায়-! একমাত্র নারীরাই জানে জীবনের কতটা নিষ্ঠুরতা ছাপিয়ে তাদের এই পৃথিবীতে টিকে থাকতে হয়। কতটা অপারগতা নিয়ে সামনে চলতে হয়! আর সেই নারীরা মোটেও অসহায় নয়! দিন শেষ; যেই শিকল পরানো হলো নারীকে সেই শিকল ভেঙে নারী এখন স্বাধীন। সকল বিষাদের অবসাদ চুকিয়ে বিজয়ের হাসি নারীরাই হাসে।

পূর্ববর্তী নিবন্ধসবার আগে আত্মসম্মানে বাঁচতে শিখতে হয়
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের ওপর সিয়ামের প্রভাব