যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার অনলাইন সভা

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৯ পূর্বাহ্ণ

 

সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে ঝরে পরা শিশুরা এগিয়ে যাচ্ছে। গত ৬ জানুয়ারি যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্বাবধানে পরিচালিত ব্র্যাক ও ঢাকা আহছানিয়াম মিশনের সহায়তায় বাস্তবায়নরত ঢাকা চট্টগ্রাম কুমিল্লায় ঝরে পরা শিশু শিক্ষার্থীদের শিখন কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজারদের নিয়ে আয়োজিত অনলাইন মিটিংয়ে জেএসইউএস ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মন্তব্য করেন।

জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনলাইন মিটিংয়ে প্রধান বক্তা ছিলেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীন। জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমানের সঞ্চালনায় তিন জেলা প্রোগ্রাম সুপারভাইজারদের মধ্যে ঢাকার শাহরিয়ার রহমান সৌরভ, মোহাম্মদ ফরহাদ হোসেন, চট্টগ্রামের জাফরিন চৌধুরী, নাসরিন সুলতানা, সুজন তালুকদার, কুমিল্লার খেনি মারমা, নাসির উদ্দিন সভার শুরুতেই বিগত সময়ের স্ব স্ব কর্ম এলাকার শিক্ষার্থীদের পড়াশুনার মান, অগ্রগতি, নিবন্ধন তথ্য, নিয়মিত উপস্থিতি পাঠদান প্রক্রিয়া, কারিকুলাম সঠিকভাবে পালনের ব্যাপারে তাদের স্ব স্ব প্রতিবেদন উপস্থাপন করেন। শেষে জেএসইউএস ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে প্রোগ্রাম সুপারভাইজারদের কাজে সন্তোষ প্রকাশ করে আগামীদিনের সুষ্ঠু পরিকল্পনাভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ কাল