যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর বাস্তবায়নে মনসুরাবাদ শাখা সুবিধাবঞ্চিত, দরিদ্র ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ৫০ জন কিশোরী ও তরুণীকে সুরক্ষা কিট প্রদান করা হয়। এতে অতিথি ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক। অনুষ্ঠানে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর প্রোগ্রাম অফিসার জোবেদা খাতুনের সঞ্চালনায় নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক সুদীপ্ত কুমার বিশ্বাস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব, প্রোগ্রাম অর্গানাইজার শান্তা মল্লিক ও কিশোরী–তরুণীরা। প্রেস বিজ্ঞপ্তি।