যুগপৎ আন্দোলনে মানুষের আস্থা বেড়েছে : ফখরুল

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

সরকার হঠানোর যুগপৎ আন্দোলনে জনগণের আস্থা বেড়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালযে ১২ দলীয় জোট ও বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অবশ্যই মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই দাবির (১০ দফা দাবি) সাথে একমত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। এটা (যুগপৎ আন্দোলন) নিঃসন্দেহে অনেক বড় মাত্রা যুক্ত করেছে এবং জনগণকে আশ্বস্ত করেছে। খবর বিডিনিউজের।

বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, উনি (ওবায়দুল কাদের) বোঝা যায় কিশোর কুমারের একটা গান আছে নাওখানে কিন্তু এটা এসছে ‘মরণ যাত্রা’ যেদিন যাবেওইটা উনার মনে পড়ছে আরকি। উনি নিজের চিন্তা করছেন কিনা আমি জানি না। আমরা পদযাত্রা কর্মসূচি নিয়ে এইটুকু বলতে পারি, আমাদের পদযাত্রার মধ্য দিয়ে একটা নতুন মাত্রা সৃষ্টি হলো এবং জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে আসার একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে।

ব্রিফিংয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দার বলেন, আগামী দিনের আন্দোলন আরও গতিশীল করতে বিএনপির সঙ্গে আলাপ হয়েছে। এটি একটি স্থির সিদ্ধান্তের দিকে অগ্রসর হচ্ছে। সেই সিদ্ধান্তের কথা আমি বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে, সারা দেশে এই ফ্যাসিস্ট সরকারবিরোধী, এই অগণতান্ত্রিক সরকারবিরোধী সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই আজকে আমাদের মূল লক্ষ্য। এটুজেড সমস্ত সরকারবিরোধী শক্তি আজ মনে মনে, অন্তরে অন্তরে সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।

গত শুক্রবার ‘সরকার হটানোর’ যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক হয়। গতকাল ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করল দলটি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভেঞ্চার পিয়াসীদের জন্য রোমাঞ্চকর নানা অ্যাক্টিভিটিজ
পরবর্তী নিবন্ধপালাব না, ফখরুল সাহেবের বাসায় উঠব : কাদের