‘যুগপৎ আন্দোলনে’ এলডিপি-বিএনপি ঐক্য

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ করতে মতৈক্য হয়েছে এলডিপি ও বিএনপির মধ্যে। গতকাল বৃহস্পতিবার বিকালে মহাখালী ডিওএইচএসে অলি আহমেদের বাসায় তার নেতৃত্বাধীন এলডিপির সঙ্গে সংলাপে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকের এ বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করতে একমত হয়েছি। আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরে যুগপৎ এ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যাকে এদেশের জনগণ কেউই দেখতে চায় না তার পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংলাপ হয়। এতে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। খবর বিডিনিউজের। এলডিপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অলি আহমেদ। অন্য সদস্যরা হলেন, মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল, সাকলাইন খান ও সৈয়দ মাহবুব মোর্শেদ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৬ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কারবারি আটক
পরবর্তী নিবন্ধপার্কভিউ হসপিটালে ডেঙ্গুজ্বর বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার