যুক্তরাষ্ট্র যুদ্ধের অজুহাত সাজাচ্ছে

অভিযোগ মাদুরোর

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলের দিকে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ পাঠানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধের অজুহাত সাজাচ্ছে’। ওয়াশিংটনের নতুন এ পদক্ষেপ ও মাদুরোর অভিযোগ ওই অঞ্চলের উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে বলে মত পর্যবেক্ষকদের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল শুক্রবার ভূমধ্যসাগর থেকে ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় অঞ্চলের দিকে যেতে নির্দেশ দেন। বিমানবাহী রণতরী গেরাল্ড আর ফোর্ড একসঙ্গে ৯০টি পর্যন্ত বিমান বহন করতে সক্ষম।

তারা নতুন এক অন্তহীন যুদ্ধের অজুহাত সাজাচ্ছে। তারা অঙ্গীকার করেছিল, তারা আর কখনোই কোনো যুদ্ধে জড়াবে না, এখন তারা যুদ্ধের অজুহাত সাজাচ্ছে, রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন মাদুরো। যুক্তরাষ্ট্র সামপ্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি কয়েকগুণ বাড়িয়েছে। সেখানে যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ৩৫ বিমানসহ হামলার যাবতীয় সব উপকরণ জড়ো করা হয়েছে।

ওয়াশিংটন বলছে, তাদের এ অভিযানের লক্ষ্য হচ্ছে ‘মাদক পাচারকারীরা’। এর অংশ হিসেবে তারা ওই অঞ্চলে তাদের দৃষ্টিতে ‘পাচারকারীদের নৌকায়’ একের পর এক বিমান হামলাও চালিয়ে যাচ্ছে। শুক্রবার এ ধরনের সর্বশেষ হামলায় ‘৬ পুরুষ মাদক সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছেন হেগসেথ। এ নিয়ে ওয়াশিংটনের এ ‘মাদকবিরোধী যুদ্ধে’ এখন পর্যন্ত এমন ১০টি হামলার খবর পাওয়া গেল। হেগসেথের দাবি, শুক্রবারের হামলা যে নৌযানে হয়েছে সেটি ভেনেজুয়েলার সংঘবদ্ধ অপরাধীচক্র ত্রেন দে আরাগুয়ার। যুক্তরাষ্ট্রের এসব হামলা ক্যারিবীয় অঞ্চলজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও নিন্দা কুড়িয়েছে। তারা এ ধরনের হামলার বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন।

ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। কিন্তু আদতে এর মাধ্যমে হোয়াইট হাউস মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞ, এমনকী মার্কিন কংগ্রেসের সদস্যদেরও। মাদুরো ট্রাম্পের দীর্ঘদিনের ‘শত্রু’; মার্কিন প্রেসিডেন্ট সমপ্রতি তাকে মাদক পাচারকারী গোষ্ঠীর ‘সর্দার’ হিসেবেও অভিহিত করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শুরু থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের জীবনাবসান
পরবর্তী নিবন্ধমার্কস অলরাউন্ডার: বগুরা, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সীতাকুণ্ড, ভোলা জেলায় প্রতিযোগিতা সম্পন্ন