মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি ইচ্ছুকদের জন্য উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার আয়োজন করছে স্পট এসেসমেন্ট।
ঐদিন নগরীর হোটেল পেনিনসুলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্চশিক্ষার্থীদের পরামর্শ দেয়ার জন্য উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও কলেজের উচ্চশিক্ষা বিষয়ক প্রতিনিধিগণ। শিক্ষার্থীদের জন্য থাকবে প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ।
এ ইভেন্টে আইইএলটিএস ছাড়া আবেদনের সুযোগ সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজের পাথওয়ে, ব্যাচেলর, মাস্টার্স সহ যাবতীয় প্রোগ্রামের তথ্য পাওয়া যাবে।
ইভেন্টে অংশগ্রহণকারীরা কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন করতে পারবেন আর তাদের জন্য থাকছে বিনামূল্যে ফাইল ওপেনিং সুবিধা।
ইভেন্টে ফাইল ওপেনিং ও আবেদনের জন্য সাথে নিয়ে আসতে হবে একাডেমিক ডকুমেন্ট, সার্টিফিকেট, পাসপোর্ট সহ যাবতীয় দরকারি কাগজপত্র। তাছাড়া আইইএলটিএস কোর্সে থাকছে বিশেষ ছাড়।
এ ইভেন্টে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশনে হোয়াটসঅ্যাপ:+8801761806527 ওয়েবসাইট: https://app.edumig.com/student-enquiry