যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

প্রতিরক্ষা খাতে সহযোগিতা এগিয়ে নিতে ১০ বছর মেয়াদী একটি কাঠামো চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার কুয়া লালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। খবর বিডিনিউজের।

হেগসেথ এক এক্স পোস্টে বলেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা’ আরও জোরদার করবে। টাইমস অব ইনডিয়া লিখেছে, মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই বৈঠকে মিলিত হন রাজনাথ সিং ও পিট হেগসেথ। রাজনাথ সিং পরে বলেন, আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি। এডিএমএমপ্লাস সম্মেলনের পাশাপাশি আপনার সঙ্গে (পিট হেগসেথ) ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। এই মুহূর্তে, প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে ভারতযুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।

টাইমস অব ইনডিয়া লিখেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা চুক্তি ইন্দোপ্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের জন্য একটি দশ বছর মেয়াদী ‘রোডম্যাপ’ । হেগসেথ এই চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ১০ বছরের এই কাঠামো চুক্তি করা হয়েছে বড় প্রত্যাশা নিয়ে। এটা আমাদের দুই দেশের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও গভীর ও অর্থবহ সহযোগিতার রোডম্যাপ। এটি আমাদের যৌথ নিরাপত্তা এবং শক্তিশালী অংশীদারত্বের প্রতি আমেরিকার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রকাশ।

পূর্ববর্তী নিবন্ধচীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান
পরবর্তী নিবন্ধজাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি কমিটি গঠন