যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজ সেবক চেমন আরা উল্লাহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। গতকাল সোমবার সমাজ সেবক লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন অনুদানের চেক হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেনের কাছে হস্তান্তর করেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাগির, হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।