যুক্তরাষ্ট্র-দ. কোরিয়াকে নির্দয় জবাব দেওয়া হবে: উ. কোরিয়া

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সামরিক মহড়াকে উস্কানি এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন ও সিউলকে নির্দয় জবা দেওয়া হবে।

গতকাল সোমবার (০৭ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত সপ্তাহে ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পরে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার ইদলিবে ‘রাশিয়ার বিমান হামলায় নিহত ৯’
পরবর্তী নিবন্ধভারতে গরিবদের জন্য কোটা বহাল রাখল সুপ্রিম কোর্ট