যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইয়ুথ ভয়েসের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে বৈঠক

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যালইকোনমিক কাউন্সিলর এরিক গিলানের সাথে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (ওয়াই ভি বি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক খোন্দকারের সঙ্গে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য যৌথ সহযোগিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু’তে এ বৈঠক হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্যরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে এরিক গিলান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র দূতাবাস ভবিষ্যতে ওয়াইভিবিএর সঙ্গে বিভিন্ন যুবকেন্দ্রিক কর্মসূচি, নেতৃত্ব উন্নয়ন ও নীতিসংলাপভিত্তিক ইভেন্টে যৌথভাবে কাজ করার সম্ভাবনা দেখছে। বৈঠকটি উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক ধারণা বিনিময় এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক আকবর খোন্দকার। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধকিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানির বাধা : ফাওজুল কবির
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমির কার্যক্রম উদ্বোধন