যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১১২ ভিনদেশিকে আপাতত রাখছে পানামা

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে ধরা পড়া ১১২ জনকে আরো অন্তত এক মাসের জন্য আশ্রয় দিতে সম্মত হয়েছে পানামা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক আব্রিগো শুক্রবার ঘোষণা দেন। তিনি বলেছেন, ওই ব্যক্তিদের বেশিরভাগই এশিয়া ও মধ্যপ্রাচ্যের নাগরিক। তারা সাময়িকভাবে ৩০ দিন অবস্থানের অনুমতি পাবেন, ওই মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। খবর বিডিনিউজের।

আব্রিগো বলেছেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের দেশে ফিরতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওই ব্যক্তিরা তা প্রত্যাখ্যান করেছেন। সিএনএন লিখেছে, অবৈধ অভিবাসী খেদাও অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে পানামায় পাঠানো প্রায় ৩০০ জনের মধ্যে ছিলেন ওই ১১২ জন।

অভিযানে সহায়তা করতে লাতিন আমেরিকার দেশগুলোকে চাপে রেখেছে ট্রাম্প প্রশাসন। সিএনএন এর আগে এক প্রতিবেদনে দেখিয়েছিল, যুক্তরাষ্ট্র যাদের পানামায় পাঠিয়েছে, তাদের মধ্যে এমন আশ্রয়প্রার্থীও আছেন, যারা বলেছেন, নিজের দেশে সহিংসতা বা নিপীড়নের মুখে তারা পালিয়ে এসেছেন।

ওই ১১২ জনের মধ্যে ৯ জন আফগানিস্তানের, ১২ জন চীনের নাগরিক, ২৪ জন ইরানের এবং দুজন রাশিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন আব্রিগো। এই দলের অনেককে দুর্গম দারিয়েন জঙ্গলের কাছে একটি অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলা বন্দিদের জীবন বিপন্ন করবে : হামাসের সতর্কতা
পরবর্তী নিবন্ধগাজা নিয়ে আরব পরিকল্পনা বাস্তবসম্মত সমর্থন ইউরোপীয় নেতাদের