আমেরিকা থেকে ২১০ কোটি টাকারও বেশি দামের ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আমেরিকা এবং বাংলাদেশ সরকারের জিটুজি চুক্তির আওতায় এসব গম আমদানি হচ্ছে। জি টু জি–২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এই চুক্তির প্রথম চালানের ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম ইতোপূর্বে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খালাস হয়েছে। দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি ক্লিপির ইসাডোরা নামের জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। জাহাজটিতে থাকা ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য আমেরিকা এবং বাংলাদেশ সরকারের সাথে জি টু জি–১ চুক্তির আওতায় ইতোপূর্বে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে। আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর বাংলাদেশ এই গম আমদানির উদ্যোগ নেয়। সরকার প্রতি টন গম ৩০২ ডলার দরে আমেরিকা থেকে কিনেছে বলেও সূত্র জানিয়েছে।











