যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটোর ইতি ঘটতে পারে : ইউরোপীয় কমিশনার

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ডের দখল নিলে তা নেটো সামরিক জোটের অবসান ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক ইউরোপীয় কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। খবর বিডিনিউজের।

সোমবার সুইডেনে এক নিরাপত্তা সম্মেলনে কুবিলিউস বলেন, যদি ডেনমার্ক অনুরোধ করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ডের নিরাপত্তা দিতে সাহায্য করতে পারে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্ক রাষ্ট্রের একটি স্বায়ত্তশাসিত অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই আর্কটিক অঞ্চলটিকে রাশিয়া অথবা চীনের অধিকারে যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই গ্রিনল্যান্ডের মালিকানা নিতে হবে, সেখানে মার্কিন সামরিক উপস্থিতি যথেষ্ট নয়। ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র, উভয়েই ন্যাটো সদস্য দেশ। চলতি সপ্তাহে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার জন্য তাদের বৈঠক করার কথা। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক জানিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

কিন্তু ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখল নেওয়ার বিষয়টি বাতিল করেননি। সুইডেনের ওই নিরাপত্তা সম্মেলনে কুবিলিউস রয়টার্সকে বলেন, আমি ডেনিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একমত যে এটি ন্যাটোর অবসান ঘটাতে পারে, কিন্তু মানুষের মধ্যেই (এর প্রতিক্রিয়া) খুব খুব নেতিবাচক হবে। তিনি আরও বলেন, এটি জনগণের মধ্যে ও আমাদের ট্রান্সআটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিস্তারিত কিছু না বলে বা কোনো প্রসঙ্গের অবতারণা না করে ট্রাম্প বলেছেন, আমিই সেই ব্যক্তি যে ন্যাটোকে রক্ষা করেছে!!! কুবিলিউস জানিয়েছেন, তিনি মনে করেন না মার্কিন সামরিক আক্রমণ সহসাই শুরু হবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চুক্তির অনুচ্ছেদ ৪২ এর ৭ ধারা অনুযায়ী সামরিক আগ্রসনের মুখোমুখি হলে সদস্য রাষ্ট্রগুলো ডেনমার্ককে সহায়তা করতে বাধ্য।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি লেখিকাকে নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় শীর্ষ লেখক উৎসব বাতিল
পরবর্তী নিবন্ধ২০২৫ সালে লক্ষাধিক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন