যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসছে বলছেন ট্রাম্প, তেহরান বলছে পরোক্ষ

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত। খবর বিডিনিউজের।

কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমানের ওই আলোচনা পরোক্ষ হবে। তাদের এসব মন্তব্যে দুই ভূরাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে একটি চুক্তির পথ কতোটা কঠিন আবার তার লক্ষণ ফুটে উঠেছে। ট্রাম্প কঠোর সতর্কতা জানিয়ে বলেছেন, আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে। সমপ্রতি ট্রাম্প পারমাণবিক কর্মসূচী নিয়ে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এতে রাজি না হলে ইরানে বোমা মারার হুমকি দিয়েছেন। ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে কিন্তু পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে। সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি, আর তারাও শুরু করছে। শনিবার এটি হচ্ছে। আর আমার মনে হয় সবাই সম্মত হবে যে একটা চুক্তি করা সবচেয়ে ভালো হবে। বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি শুধু বলেন, ইরানের সঙ্গে শনিবারের আলোচনা অত্যন্ত উচ্চ পর্যায়ের হবে। কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে তা জানাতে রাজি হননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’র মঞ্চায়ন আজ
পরবর্তী নিবন্ধট্রাম্পকে যুদ্ধকালীন আইন প্রয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট