আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। দেশটিতে সফরকালে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে নেওয়ারে বড় ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বুধবার বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।
এর আগের দিন ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এমবিএস বলেন, আমরা আশা করছি আজ বা আগামীকাল ঘোষণা দিতে পারব যে, ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করছি। তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে, যা ভবিষ্যতে আরো বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।
ক্রাউন প্রিন্সের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস বলেন, হ্যাঁ, অবশ্যই। আজ যে চুক্তিগুলো স্বাক্ষর হচ্ছে, সেগুলোই এই বৃদ্ধিকে সম্ভব করবে। ট্রাম্প সৌদি বিনিয়োগের প্রশংসা করে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন এজন্য ধন্যবাদ। আর যেহেতু আমার বন্ধু, তাই হয়তো এই অংক ১ ট্রিলিয়নেও পৌঁছাতে পারে। তবে এ বিষয়ে আমাকে আরো কিছু কাজ করতে হবে।
হোয়াইট হাউসে ডিনারে রোনালদো : বিডিনিউজ জানায়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌজন্যে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ ব্ল্যাক–টাই ডিনারে পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখা গেছে। মঙ্গলবার ওই অনুষ্ঠানে আগে ট্রাম্প বলেন, রোনালদোকে পেয়ে তিনি সম্মানিত। কয়েক বছর ধরে সৌদি লীগে খেলা এ পর্তুগিজ ফুটবল তারকা সৌদি আরবের আধুনিকায়ন প্রচেষ্টার মুখ হয়ে উঠেছেন। এমবিএস নামে বেশি পরিচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেলের আয়ের ওপর নির্ভরশীলতা থেকে তার দেশকে সরিয়ে খেলাধুলা, পর্যটন এসব খাতে বিনিয়োগ বাড়াতে চাইছেন।











