যুক্তরাষ্ট্রে হাম আক্রান্ত হয়ে এক দশকে প্রথম মৃত্যু

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার এতথ্য নিশ্চিত করেছেন। এটি এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রামক রোগে প্রথম মৃত্যুর ঘটনা। টেক্সাসে হামের প্রাদুর্ভাব শুরুতে সীমিত থাকলেও এখন তা দুই রাজ্যে ছড়িয়ে ১৩০ ছাড়িয়েছে। খবর বিডিনিউজের।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, টিকা না নেওয়া শিশুটি লুবকের কোভেন্যান্ট চিলড্রেনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়। হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যামি থম্পসন বলেন, আমরা অনেক শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসতে দেখেছি।

তবে এত দ্রুত মৃত্যু হবে, সেটির জন্য আমরা প্রস্তুত ছিলাম না। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে স্বাস্থ্য ও মানবসম্পদ মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুজন মারা গেছে। তবে পরে তার দপ্তর এ তথ্য সংশোধন করে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধআসাদ আমলে সামরিক বিমানবন্দরের বন্দিশালায় মারা গেছে সহস্রাধিক সিরীয়
পরবর্তী নিবন্ধগাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল : ভলকার তুর্ক