যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষিকাকে গুলি ৬ বছরের বালকের

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছর বয়সী এক বালকের গুলিতে এক নারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিউ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালে ত্রিশোর্ধ্ব ওই শিক্ষিকার অবস্থার কিছুটা উন্নতি হলেও তার জখমকে প্রাণসংহারী বলে বিবেচনা করা হচ্ছে। ওই ছয় বছর বয়সী বালক কীভাবে বন্দুক যোগাড় করলো তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে। খবর বিডিনিউজের।

প্রথম গ্রেডের শ্রেণিকক্ষে ঝগড়ার পরিণতিতে ঘটনা ঘটেছে এবং তাতে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে বর্ণনা করেছে পুলিশ। পুলিশ প্রধান ড্রিউ বলেন, দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনা ছিল না এটি। আমি জানতে চাই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল। বালকটিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় স্কুলটির অন্য কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। নিরাপত্তার জন্য তাদের স্কুলের একটি জিমনেসিয়ামে নিয়ে রাখা হয় এবং তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন ড্রিউ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিউপোর্ট নিউজের মেয়র ফিলিপ জোন্স।

পূর্ববর্তী নিবন্ধদেবে যাচ্ছে হিমালয়ের জোশীমঠ শহর, বাড়িঘরে ফাটল
পরবর্তী নিবন্ধমেক্সিকোয় এল চাপোর ছেলেকে গ্রেপ্তারের জেরে নিহত ২৯