যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

দেশের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি (৩১ মার্চ) ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। ‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্য মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহপ্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমা নিয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও
পরবর্তী নিবন্ধরুচি ও মূল্যবোধের ভীষণ অবক্ষয় চলছে, মামুনুর রশীদের সঙ্গে একমত অভিনয় শিল্পী সংঘ