যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে বন্দুক বেশি

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের দৌরাত্ম্য আবার সামনে আনল টেনেসির স্কুলে গুলিতে ৭ জনের মৃত্যু। মানুষের চেয়ে যদি কোনো দেশে বন্দুকের সংখ্যা বেশি থাকে, সেখানে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কা বেশিই থাকে। যুক্তরাষ্ট্রে তাই ঘটছে।

সোমবার টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরে বন্দুক হামলার পর সিএনএন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের আদ্যোপান্ত তুলে ধরেছে। তাতে বলা হয়েছে, উন্নত দেশগুলোর মধ্যে বন্দুকের সহিংসতার পরিসংখ্যানে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা স্মল আর্মস সার্ভের (এসএএস) হিসাবে, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জন নাগরিকের বিপরীতে ১২০টি করে আগ্নেয়াস্ত্রের মালিকানা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ কোটি চাকরি হারিয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে
পরবর্তী নিবন্ধসংসার চালাতে দুর্নীতি করার অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীকে চিঠি!