যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময়গুলোতে এক দশক ধরে উইসকনসিন রাজ্যে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন মেসিলা কোনো। এই প্রশিক্ষণের আওতায় তিনি কর্মীদেরকে নির্বাচনের নিয়মকানুন, যেমন : ফটো আইডি’র প্রয়োজনীয়তা এবং ভোটারদের যোগ্যতার মতো বিষয়গুলো শিখিয়ে আসছিলেন। কিন্তু সমপ্রতি কয়েক বছরে বদলে গেছে প্রশিক্ষণের এই ধরন।
এখন নির্বাচন কর্মীদেরকে শেখাতে হচ্ছে কীভাবে হুমকি মোকাবেলা করতে হবে, আসলেই যে হুমকি আছে সেটি কীভাবে বুঝতে হবে, কী কী লক্ষণ থাকলে সেই হুমকিকে বাস্তব বলে ধরে নিতে হবে এবং পরিস্থিতি কীভাবে শান্ত রাখতে হবে। খবর বিডিনিউজের।
নিউজউইক ম্যাগাজিনকে মেসিলা কোনো বলেন, কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে হুমকি পাওয়া নিয়ে খুবই উদ্বিগ্ন। আমার মনে হয় কিছু মানুষ আতঙ্কিত। সেকারণে, কর্মীদেরকে ভোটকেন্দ্রে জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে সে ব্যাপারে তথ্য দিতে শুরু করেছেন বলে জানান তিনি। যে জরুরি পরিস্থিতি পাঁচ বছর আগে ছিল মূলত চরমভাবাপন্ন আবহাওয়া এবং দাবানলের মতো বিষয়গুলো। আর এখন সাধারণ জরুরি পরিস্থিতি মোকাবেলার বিষয়টিকে একপাশে রেখে হুমকি মোকাবেলার জন্য একটি সেকশন করা হয়েছে, বলেন কোনো। প্রশিক্ষণ সেশনে তিনি যেসব প্রশ্নের সম্মুখীন হন সেগুলো বেশিরভাগই সংঘাত কীভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে, নয়ত ভোটারদের ভোট জালিয়াতির অভিযোগের ক্ষেত্রে কী করতে হবে তা নিয়ে। কোনও নিজেও নির্বাচনকর্মী ও ক্লার্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেন, কর্মীদের নিরাপদ রাখা এবং পরিস্থিতি সামাল দিতে ঠিকমত প্রশিক্ষণ দেওয়ার বিশাল এক দায়িত্ববোধ করি আমি। তারপরও এমন কিছু বিষয় আছে যা এমনকি আমার ধারণারও বাইরে।
কোনো জানান, তিনি কিছু মানুষকে জানেন যারা নিরাপত্তায় ঝুঁকি থাকার কারণে আর নির্বাচনকর্মী হিসাবে কাজ করছে না। তিনি বলেন, তারা বেশ ভাল কর্মী ছিল। কিন্তু তারা এখন আর একাজে অংশ নিতে উৎসাহ পাচ্ছে না।