যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে চলন্ত গাড়ি, নিহত ৫

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ‘বড়দিনের’ প্যারেডের ভেতর দিয়ে একটি গাড়ি চালিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। খবর বিডিনিউজের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে রাজ্যটির ওয়াকেশা শহরে ঘটনাটি ঘটেছে। এলাকাটি মিলওয়াকি শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিমে। ওয়াকেশা পুলিশ বিভাগ তাদের ফেইসবুক পেইজে বলেছে, এখন আমরা নিশ্চিত করছি, পাঁচ জন মৃত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। আমরা আরও তথ্য সংগ্রহ করছি, তাই এ সংখ্যাগুলো পাল্টাতে পারে। এর আগে ওয়াকেশার পুলিশ প্রধান ড্যান টমসন জানান, ঘটনার পর সন্দেহভাজন গাড়িটিকে খুঁজে বের করা হয়েছে এবং এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কি না তা জানা যায়নি, তবে আর কোনো বিপদ নেই এবং শহটির প্রায় ৭২ হাজার বাসিন্দার জন্য জারি করা ‘বাড়িতে থাকার’ আদেশ তুলে নেওয়া হয়েছে বলে টমসন জানিয়েছেন।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল রঙের এসইউভি প্যারেডের ভেতর দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে আর বহু লোক সেটির নিচে চাপা পড়ছেন। প্যারেড দেখতে রাস্তার পাশে জড়ো হওয়া লোকজন দৌঁড়ে হাতহতদের কাছে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধবাসেত মজুমদার আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রেখেছেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১২