ইউরোপ-আমেরিকার দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বৃত্তি পাওয়া গেলে সেই খরচ অনেকটাই কমে আসে যা একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা অর্জনে অনেকটাই এগিয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অভ নর্থ অ্যালাবামা তেমনই একটি বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে সাধ্যের মধ্যে উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তি পাওয়ার সুযোগও। বিশ্ববিদ্যালয়টি অবস্থিত অ্যালাবামা অঙ্গরাজ্যের অন্যতম নিরাপদ ফ্লোরেন্স শহরে।
১৮৩০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টে যুক্তরাষ্ট্রের শীর্ষদের তালিকায় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রতিটি ক্লাশ পরিচালিত হয় স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে যেগুলোতে ক্লাশ নেন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বাররা।
ইউনিভার্সিটি অভ নর্থ অ্যালাবামায় যেসব বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সেগুলোর মধ্যে আছে জীববিজ্ঞান, রসায়নবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, গণিতবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়টিতে ইনফরমেশন সিস্টেমসে মাস্টার্স করছেন বাংলাদেশী শিক্ষার্থী মোহাম্মদ রাফি। পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে শিক্ষার্থী রিক্রুটমেন্ট নিয়েও কাজ করছেন। তিনি বলেন, “শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সুযোগ আছে। সেইসাথে আছে পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাসে কাজ করার সুযোগও।”
ইউনিভার্সিটি অভ নর্থ অ্যালাবামায় ৪০টি দেশের ৩শয়েরও বেশি বিদেশী শিক্ষার্থী সহ ৭ হাজারের উপর শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন বলে জানান তিনি।
স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে শীঘ্রই একটি ওয়েবিনারের আয়োজন করা হবে। এ ব্যাপারে যাবতীয় তথ্য সহায়তা দেবে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সপ্লোর। ওয়েবিনারে যোগ দেয়ার জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে ০১৮১৯১৭৫৬৮৯, ৭২৪৩২৪ নম্বরে। ফেসবুক: http://www.facebook.com/exploreconsultancy