যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের দক্ষিণপশ্চিমের একটি শহরের এক বাড়ি থেকে ৫ অপ্রাপ্তবয়স্কসহ এক পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মর্মান্তিক ঘটনা ছোট শহর ইনাককে স্তব্ধ করে দিয়েছে। দীর্ঘ সময় পরিবারটির কারও সাড়াশব্দ না পেয়ে খোঁজখবর নিতে বুধবার সেখানে পুলিশ পাঠানো হয়, তারাই তিন প্রাপ্তবয়স্কসহ ওই ৮ জনের মৃতদেহ উদ্ধার করে, বলেছেন ইনাক শহরের ব্যবস্থাপক রব দোস্তান। খবর বিডিনিউজের।
কর্মকর্তারা পরে জানান, শহরের কারও জন্য কোনো ধরনের হুমকি নেই, সন্দেহভাজন কেউ পালিয়ে আছে, ব্যাপরটা এমনও নয়। কেন এমনটা ঘটেছে, তা জানি না আমরা। কোনো অনুমানও করছি না, সাংবাদিকদের ইমেইল করা এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন দোস্তান।
আইনশৃঙ্খলা প্রয়োগকারী একাধিক সংস্থা তদন্তে সহায়তা করছে জানিয়ে তদন্ত শেষ হতে কয়েকদিনও লেগে যেতে পারে বলে ধারণা এ শহর ব্যবস্থাপকের। উটাহ’র দক্ষিণপশ্চিমে এবং সল্ট লেক সিটি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইনাক শহরের জনসংখ্যা ৮ হাজারের মতো।