যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলায় প্রাণ হারালেন তিন কৃষ্ণাঙ্গ। ফ্লোরিডার রাজ্যের জ্যাকসনভাইলে গত শনিবার এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন তারা। এটি বর্ণবিদ্বেষ প্রসূত হামলা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্যাকসনভাইল শেরিফ অফিস জানিয়েছে, শনিবার সুপারশপ চেইন ডলার জেনারেলের একটি আউটলেটে ঢুকে বন্দুক নিয়ে হামলা চালায় ওই ২০ বছর বয়সী ওই যুবক। এ সময় তার দেহে বর্ম পরা ছিল। আউটলেটটিতে ঢুকে বেছে বেছে তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করে বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গ যুবক। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী ছিলেন। পরে পুলিশের মুখোমুখি হলে একপর্যায়ে নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করে হামলাকারী। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

জ্যাকসনভাইল শেরিফ টি কে ওয়াটার্স সংবাদ সম্মেলনে বলেছেন, এটি বর্ণবিদ্বেষ প্রসূত হামলা ছিল। হামলাকারী কৃষ্ণাঙ্গ মানুষদের ঘৃণা করতেন। হামলার আগে সে মিডিয়া, পিতামাতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার ‘ঘৃণাত্মক মতাদর্শ’ সম্পর্কে বেশ কিছু ঘোষণাপত্র পাঠিয়েছিল।

এর আগে, শনিবার সকালে বোস্টনে একটি ক্যারিবীয় উৎসবে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। তার আগের রাতে শিকাগোয় একটি বেসবল ম্যাচ চলাকালে গুলিবিদ্ধ হন দুই নারী। এছাড়া ওকলাহামায় হাইস্কুল ফুটবল ম্যাচে তর্কবিতর্কের জেরে ১৬ বছরের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছে আরও চারজন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউরোপে ‘ভিসা ফ্রি’ ভ্রমণেও লাগবে অনুমতি, বাড়ছে খরচ