যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার রাতে ইলিনয়ের রকফোর্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। বন্দুকধারীর হামলার শিকার নাগরিকদের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, পুলিশ সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছেন, ওই বন্দুকধারী তখনও ওই ভবনে ছিলেন। কোনো গুলি খরচ ছাড়াই আমরা তাকে আটক করতে পেরেছি। খবর বাংলানিউজের।
পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। আর গুলিবিদ্ধ ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এটা কোনো সন্ত্রাসী হামলা কি না সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধভারতের সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন আরিয়া রাজেন্দ্রন
পরবর্তী নিবন্ধট্রাম্পকে কোভিড প্রণোদনা বিলে সই করার আহ্বান বাইডেনের