গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করেছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। গত রোববার বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এতথ্য জানিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা ফিলিস্তিনি নাগরিক খলিলকে আটক করেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এবং গত বসন্তে গাজা সংহতি শিবিরের প্রধান আলোচক ছিলেন বলে ছাত্র–শ্রমিকদের ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম। এসব বিক্ষোভে কখনো সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্যাম্পাস ভবন দখল ও ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভের কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও ওঠে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে লিখেছেন, আমরা হামাস সমর্থকদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবো। গ্রেফতার হওয়ার সময় খলিল যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদার অধিকারী ছিলেন। তার মুক্তি দাবিতে হাজারো মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন বলে ছাত্র–শ্রমিকদের ইউনিয়ন জানিয়েছে। ইউনিয়ন আরও জানায়, আমরা এমন একাধিক ঘটনার খবর পেয়েছি যেখানে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্মকর্তারা শুক্রবার ও শনিবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনে প্রবেশ বা প্রবেশের চেষ্টা করেছেন, যার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলও রয়েছে।