যুক্তরাষ্ট্রে ধসে পড়া ভবনে নারী-শিশুসহ নিখোঁজ ৩০, নিহত ১

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সারফাইডের ভবন ধসে পড়ায় তাদের অন্তত ৩০ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। যারা ধসে পড়ার সময় ভবনটিতে অবস্থান করছিলেন। লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন একটি পরিসংখ্যান দিয়েছে। এতে দেখা যায়, প্যারাগুয়ের ফার্স্ট লেডি সিলভানা লোপেজ মোরেইরার বোন, ভগ্নিপতি এবং তাদের তিন সন্তানসহ ৬ জন, কলম্বিয়ার ৬ জন নাগরিক, ভেনিজুয়েলার ৬ জন আর্জেন্টিনার ৯ জন এবং উরুগুয়ের ৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ধসে পড়া ভবনে ১ জন নারী নিহতের খবর দিয়েছে উদ্ধারকর্মীরা। উদ্ধার দলের এক কর্মকর্তা জানান, ভবন ধসের পর ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনকে টেনে তোলা হয়েছে। ১১ জনকে গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোট ১০২ জনকে উদ্ধার করার খবর মিললেও আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ বলছেন, ১০২ জন সম্পর্কে আমরা খবর পেয়েছি। তারা নিরাপদ। কিন্তু আরও কিছু মানুষের কোনো হদিস নেই। তারা জীবিত আছে নাকি মারা গেছেন, তার কোনো নিশ্চয়তা নেই। তবে আমরা আশাবাদী। আমরা উদ্ধার তৎপরতা বন্ধ করছি না। ভবনটিতে ঠিক কত পরিমাণ মানুষ অবস্থান করছিলেন, তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। আর ভবনটি ধসে পড়ার কারণও এখনো জানা যায় নি।

পূর্ববর্তী নিবন্ধরেস্টুরেন্টে ৩৭ ডলারের বিল, টিপস ১৬ হাজার
পরবর্তী নিবন্ধচীনে করোনা সংক্রমণ হয়তো শুরু হয়েছিল দু’মাস আগেই