যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়ে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েন পাঁচ লাখেরও বেশি মার্কিন নাগরিক। দেশজুড়ে তীব্র শীতল আবহাওয়া বিরাজ করছে। খবর বাসসের।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক্সএ দেওয়া পোস্টে জানায়, আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার তাপমাত্রা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হিমাঙ্কের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে রেকর্ড নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ইতোমধ্যে কিছু এলাকার আকাশ পরিষ্কার হতে শুরু করলেও উত্তরপূর্বাঞ্চলে তুষারপাত অব্যাহত রয়েছে।

কানেকটিকাটের কিছু অংশে ২২ ইঞ্চিরও বেশি তুষার জমেছে। আর ম্যাসাচুসেটসের বোস্টনে ১৬ ইঞ্চির তুষারপাতের রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগত ১০ দিনে ভূমধ্যসাগর পার হতে গিয়ে কয়েকশ মানুষ নিখোঁজ হয়েছেন অথবা মারা গেছেন