যুক্তরাষ্ট্রে টিকা নিয়েছেন এক কোটির বেশি মানুষ

| শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের এক কোটি দুই লাখ নাগরিক করোনা ভাইরাস টিকা নিয়েছেন বলে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক বছর বয়সী মহামারীটি দেশজুড়ে বিনাবাধায় নিজের অস্তিত্ব জাহির করার মধ্যেই এই অগ্রগতি অর্জিত হয়েছে। সাফল্যের এই মাইলফলক পার হওয়ার আগের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্র একদিনে করোনা ভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে। এদিন চার হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে বলে রয়টার্সের টালি জানাচ্ছে। খবর বিডিনিউজের। মঙ্গলবার সিডিসি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাদের প্রথমে টিকা দেওয়া উচিত সে বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। স্বাস্থ্যসেবা কর্মীদের সারির প্রথমে রাখার কঠোর নিয়মের কারণে টিকা দান কর্মসূচির গতি মন্থর হয়ে পড়েছিল, তাই রাজ্যগুলোকে এখন ৬৫ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টেও দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বহাল
পরবর্তী নিবন্ধকরোনায় কয়েক মাস পর প্রথম মৃত্যু দেখল চীন