তীব্র বাতাস ও ভারী বৃষ্টিকে সঙ্গী করে আঘাত হানা প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলের বড় অংশ; পূর্ব দিকে এগিয়ে চলা শক্তিশালী এ টর্নেডোতে ইতোমধ্যে ২৬ জনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবর মিলেছে। আরকানস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, অ্যালাবামা ও মিসিসিপি– সব রাজ্যেই মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবারের প্রচণ্ড গতির টর্নেডোটি পুরো রাজ্যকে এলোমেলা করে দেয়। এটির তাণ্ডবে বিধ্বস্ত হয়ে যাওয়া ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকাদের উদ্ধারে কাজ চলছে; যা মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে। ভার্জিনিয়া, ওহাইও এবং পেনসিলভানিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাওয়ারআউটেজ ওয়েবসােইট। দ্য ওয়াশিংটন পোস্ট জানায় ৬০ টিরও বেশি টর্নেডোর খবর রেকর্ড করা হয়েছে। রয়টার্স লিখেছে, প্রচণ্ড গতির টর্নেডোগুলো আরকানসের অনেক ভবনের ছাদ ও দেয়াল এফোড়ওফোড় করে ফেলে। খবর বিডিনিউজের।
লিটল রক এবং রাজ্যের রাজধানীটির পূর্ব ও উত্তর–পূর্বের বড় অংশের অগুণিত যানবাহনকে উল্টে দেয় এবং গাছ ও বিদ্যুতের লাইন উপরে ফেলে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বসন্তের এ সময়ে উত্তাল আবহাওয়া শুক্রবার ভয়াবহ বজ্রঝড় ও শক্তিশালী টর্নেডোতে রূপ নিয়ে টেঙাস থেকে গ্রেট লেক পর্যন্ত দেশটির মধ্যভাগকে লণ্ডভণ্ড করে দেয়। এর আগের খবরে বলা হয়েছিল, শুক্রবার দেশটির আরকানসর লিটল রক ও আশপাশের শহরগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন। খবর বিডিনিউজের।
দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়। ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে। ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।