যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ক্ষেত্রে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ) অনুমোদন পেয়েছে মডার্নার কোভিড-১৯ টিকা। দেশটিতে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এল। দ্বিতীয় এ টিকাকে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই করোনাভাইরাসের আরও কয়েক লাখ ডোজ প্রতিষেধক বিতরণের পথ সৃষ্টি হল। খবর বিডিনিউজের।
প্রাণঘাতী করোনাভাইরাসে পৌনে দুই কোটি আক্রান্ত ও ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। অনুমোদন পাওয়ায় মডার্নার টিকার প্রয়োগও চলতি সপ্তাহ থেকে শুরু হতে পারে।
মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলার পর বৃহস্পতিবার এফডিএ’র বিশেষজ্ঞরা টিকাটিকে অনুমোদন দিতে সুপারিশ করেছিল। তার ভিত্তিতেই শুক্রবার এফডিএ যুক্তরাষ্ট্রে টিকাটি প্রয়োগে চূড়ান্ত ছাড়পত্র দেয়।
মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস ২ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ৬ মাস।