যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে আইন প্রয়োগকারী তিন কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পেনসিলভেইনিয়ার দক্ষিণাঞ্চলের ইয়র্ক কাউন্টির কডোরাস টাউনশিপে বুধবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা মারাত্মক জখম হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার শুরু হওয়া এক তদন্তের কাজে তারা সেখানে গিয়েছিলেন। খবর বিডিনিউজের। রয়টার্স জানিয়েছে, তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি। শুধু জানিয়েছেন, তদন্তটি একটি ‘পারিবারিক ঘটনা সম্পর্কিত’। ঘটনাস্থলে গুলিতে তিন কর্মকর্তা নিহত ও আরও দুইজন আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সঙ্কটজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়, তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে। স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, একটি তল্লাশি পরোয়ানা নিয়ে ওই কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, তারা কাজ শুরু করার উদ্যোগ নিলে বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন বলে প্যারিস জানিয়েছেন। কিন্তু নিহত সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় নিহত তিন পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন পেনসিইভেইনিয়ার গভর্নর জোশ শাপিরো।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তাকে ফোন করে এ ঘটনায় সব ধরনের ফেডারেল সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘কৃতজ্ঞতার সঙ্গে প্রাপ্তির আনন্দ এখন কেউ স্বীকার করে না’
পরবর্তী নিবন্ধট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য