যুক্তরাষ্ট্রে গৃহহীনতা রেকর্ড ১৮ শতাংশ বেড়েছে

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

আবাসনের উচ্চমূল্য, উচ্চ মুদ্রস্ফিতি, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাকৃতিক দুর্যোগ এবং বাড়তে থাকা অভিবাসনের মতো বিভিন্ন কারণে গত বছর যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা রেকর্ড ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর বিডিনিউজের।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানায়। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সমস্যা আরও খারাপ হচ্ছে, নিঃস্ব মানুষজন ফুটপাতের মতো খোলা জায়গায় তাঁবু খাটিয়ে বসবাস করছেন অনেক শহরেই এমন চিত্র দেখা যায়। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশলে এই সংকট মোকবেলার চেষ্টা করছে।

শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়ে জরুরি আশ্রয়কেন্দ্র, নিরাপদ আশ্রয় কেন্দ্র, ক্রান্তিকালীন আবাসিক কর্মসূচি অথবা বিভিন্ন স্থানে আশ্রয়হীন অবস্থায় আছেন। গৃহহীনের সংখ্যা প্রতি ১০ হাজারে প্রায় ২৩ জন। সামগ্রিকভাবে ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যা আগের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। এর আগে শেষবার গত বছর যখন এ ধরনের বার্ষিক তথ্য প্রকাশিত হয়েছিল তখন দেখা যায়, গৃহহীনের সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ এর মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া লোকজনের বয়সভিত্তিক গ্রুপ হিসেবে ১৮ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি, তাদের সংখ্যা দেড় লাখ। এক্ষেত্রে তাদের সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ। তথ্য দেখিয়েছে, গৃহহীনদের মধ্যে সবচেয়ে বেশি আছে কৃষ্ণাঙ্গরা, ৩২ শতাংশ। তারা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১২ শতাংশ এবং দেশটির দরিদ্র জনগোষ্ঠীর ২১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধগাজার উত্তরাঞ্চলে সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেল
পরবর্তী নিবন্ধআজারবাইজানে উড়োজাহাজ বিধ্বস্ত, ক্ষমা চাইলেন পুতিন