মার্কিন সেনাবাহিনীর সাবেক এক সেনা ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উড়িয়ে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে নতুন বছরের প্রথমদিনে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে লোকজনের ভিড়ে হামলা চালিয়েছে, এতে ১৫ জন নিহত ও আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।
হামলা চালাতে তাকে আরও কেউ সহায়তা করে থাকতে পারেন বলে সন্দেহ মার্কিন কর্মকর্তাদের। হামলাকারীকে শামসুদ্দিন জব্বার (৪২) বলে শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, থাকতেন টেঙাসে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে যুদ্ধ করা জব্বার ঘটনার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন, জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের স্থানীয় সময় বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিট ও খালের সংযোগস্থলে কাছে হামলার এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন। তারা সন্দেহভাজনের গুলিতে আহত হয়েছেন।
বোরবন স্ট্রিট এলাকাটি একটি ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন গন্তব্য যেটি এর পানশালা ও সঙ্গীতের জন্য বহুল পরিচিত। ঘটনার সময় লোকজন সেখানে নতুন বছর উদযাপন করছিলেন। হামলার ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও ধরা হবে বলে প্রত্যয় জানিয়েছে পুলিশ ও রাজনৈতিক নেতারা।